নরেন্দ্র মোদী সম্পর্কে গোপন তথ্য জানালেন রাহুল গান্ধী

নরেন্দ্র মোদী লোকের বাথরুমে উঁকি মারতে ভালবাসেন। প্রধানমন্ত্রীকে এমন ভাষাতেই আক্রমণ করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে রাহুল এমন কথা বললেন। কিন্তু কেন?

রাহুল আসলে নরেন্দ্র মোদীর কটাক্ষের জবাব দিচ্ছিলেন। দু’দিন আগেই রাজ্যসভায় দাঁড়িয়ে মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জমানায় দুর্নীতির সমালোচনা করতে গিয়ে বলেছিলেন, ‘ডক্টর সাহেব (মনমোহন সিংহ) বর্ষাতি পরে স্নান করতে পছন্দ করেন।’ যার ফলে তিনি স্নান করলেও ভেজেন না। তাঁর আমলে দুর্নীতি হলেও তার কালো দাগ মনমোহনের গায়ে লাগে না।

সেই প্রসঙ্গেই রাহুল এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘মোদীজি যখন কোনও উত্তর দিতে পারেন না, তখন এই ধরনের কথা বলেন।’

উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন, ‘এত আবেগপ্রবণ হয়ে পড়বেন না। এত রেগেও যাবেন না। হেসে কথা বলাই গণতন্ত্রের নিয়ম।’

রাহুল ও অখিলেশ দু’জনে লখনউতে ‘প্রগতির দশ কদম’ নামে একটি সাধারণ ন্যূনতম কর্মসূচীর ঘোযণা করেন। তাতে নির্বাচনে জিতে উত্তরপ্রদেশে নতুন সরকার গড়লে যুবকদের জন্য বিনামূল্যে সাইকেল, ২০ লাখ যুবককে চাকরি, মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য সাইকেল, কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি রয়েছে।-এবেলা



মন্তব্য চালু নেই