নরেন্দ্র মোদীর প্রশংসা: কংগ্রেসের এমপি বরখাস্ত

‘আমি মোদির অধীনে স্বচ্ছ ভারত মিশন এ অংশ নিতে চাই’ এমন মন্তব্য করে বরখাস্ত হলেন ভারতের লোকসভার এমপি শশী থারুর। সোমবার নিজ দল কংগ্রেসের সদস্যদের তীব্র আপত্তির মুখে দায়িত্ব থেকে বরখাস্ত হলেন তিনি।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জর্নাদন দিবেদি সংবাদমাধ্যমকে বলেন, সোনিয়াগান্ধী দলের মুখপাত্রের পদ থেকে শশী থারুরকে বহিষ্কারে ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত গ্র্রহণ করেছেন। এ বছরের জানুয়ারি মাসে শশীকে দলের মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়।

কংগ্রেস কমিটির সহ-সভাপতি এমএম হাসান বলেছেন, আমরা দলের এ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।

কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি বিষয়টি নিয়ে দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে অভিযোগ জানালে, তিনি তা কেন্দ্রীয় ডিসিপ্লিনারি কমিটির কাছে তদন্তের জন্য পাঠিয়ে দেন। তিন সদস্যের তদন্ত কমিটিতে ছিলেন- একে এনটনি, সুশীল কুমার সিন্ধে এবং মতিলাল ভরা।

এছাড়া মোদির শপথ অনুষ্ঠানের পরই শশী বলেন, মোদি তার আগের অবস্থান থেকে নিজেকে অনেক বিকশিত করেছেন। মোদির সবাইকে নিয়ে কাজ করার বিষয়টিতে কংগ্রেসের দূরে থাকার ভান করা উচিত নয়।



মন্তব্য চালু নেই