নরসিংদীতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী থেকে: রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জন হেনড়ি ডুনান্ট এর ১৮৮ তম জন্মদিবস উপলক্ষে ৮মে রোববার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ অহিভূষন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।

প্রোগ্রাম অফিসার এস এম আরিফুল হাসানের উপস্থাপনায় আরো বক্তৃতা করেন, নরসিংদী সরকারী বালিকা কলেজের প্রভাষক সোহরাওয়াদী, রেডক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের কার্য নির্বাহী সদস্য এ বি এম আজরাফ টিপু, তোফায়েল আহম্মেদ, নরসিংদী আইডিয়েল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত ও রেডক্রিসেন্ট যুব প্রধান আব্দুল্লাহ।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বলেন, যেখানে সব কিছুর শেষ আর কোন উপায় নেই সেখানেই রেড ক্রিসেন্ট আপন মনে হাত বাড়িয়ে দেয়। রেড ক্রিসেন্টের মাধ্যমে সারা বিশ্বে পরিচিতি ও সম্মান পাওয়া যায়। তাই রেডক্রিসেন্টের ৭টি মূল নীতির প্রতি আস্থা রেখে কাজ করতে হবে তবেই রেড ক্রিসেন্টর স্বার্থকতা ফিরে আসবে।

আলোচনা সভা শেষে জন্ম দিনের কেক কেটে সকলের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় রেড ক্রিসেন্টের কার্য নির্বাহী সদস্য জয়নুল আবেদিন, দেলোয়ার হোসেন রতন ও রেড ক্রিসেন্ট কর্মকর্তা রমা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই