নরম কোমল ত্বক পেতে..

কর্মব্যস্ত দিনে ধুলা-রোদ আর শীত-গরমের ধকল আমাদের নিত্যসঙ্গী। সমস্ত শরীর কাপড়ে মুড়ে রাখা সম্ভব কিন্তু মুখোমণ্ডল রাখতে হয় আলগা। তাই সব চাপ গিয়ে পড়ে মুখের ত্বকের ওপর। নরম কোমল ত্বক দিনে দিনে হতে থাকে রুক্ষ, হারায় নিজস্ব সজীবতা। সচেতনতার অভাবে অল্প বয়সেই বুড়িয়ে যায় চেহারা। কিন্তু আর নয় বুড়িয়ে যাওয়া, সহজেই হয়ে উঠুন প্রাণবন্ত, পান নরম কোমল সুন্দর ত্বক।

* ত্বককে নরম, কোমল ও উজ্জ্বল করতে ৫০ মিলিগ্রাম টমেটো রসের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে ৫ থেকে ৭ মিনিট পর হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। আপনি নিজেই চমকে যাবেন নিজের উজ্জ্বল ত্বক দেখে।

* বেসন, টকদই, লেবুর রস ও হলুদ একসঙ্গে মিশিয়ে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ত্বক ফর্সা ও কোমল হয়। মনে রাখবেন, এই প্যাক প্রতিদিন ব্যবহারে উল্টো ক্ষতি হতে পারে।

* চন্দন, গোলাপ জল ও মুলতানী মাটি একসঙ্গে মিশিয়ে ব্যবহারে ত্বক ফর্সা হয়। ঘাড় ফর্সা করতে সম পরিমাণে লেবুর রস, মধু ও চিনি একসঙ্গে মিশিয়ে নিন। এবার সমস্ত ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।



মন্তব্য চালু নেই