নবীনগর-চন্দ্রা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৯

নিজস্ব প্রতিবেদক : নবীনগর-চন্দ্রা মহাসড়কের গাজীপুরের চক্রবর্তী এলাকায় যাত্রীবাহী বাসকে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে বাস ও ট্রাক সড়ক থেকে অন্তত ২৫ ফিট গভীরে পড়ে গিয়ে দুই জন নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১৯ জন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধা সাড়ে ৬টার দিকে এই দূ্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, আশুলিয়ার নবীনগর থেকে একটি যাত্রীবাহী বাস গাজীপুরের চন্দ্রা যাওয়ার পথে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় পৌছালে একটি ট্রাক পিছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে করে বাস ও ট্রাকটি সড়ক থেকে অন্তত ২৫ ফিট গভীরে নিচে পড়ে যায়। এতে করে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। পরবর্তীতে স্থানীয়রা ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালায়। এবং অন্তত ১৯ জনকে অাহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রেরন করে।



মন্তব্য চালু নেই