নদী খননের জন্য আরো ৪৫টি ড্রেজার কিনছে সরকার

পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আরও ৪৫টি ড্রেজার ক্রয়ের জন্য বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ে ডিপিপি প্রক্রিয়াধীন রয়েছে। রোববার সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়কালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মোট ৭টি ড্রেজার (৬৫০ মিঃ মিঃ ৫ সেট ও ৫০০ মিঃ মিঃ ২ সেট) ও আনুষঙ্গিক জলযান (ওয়ার্ক হাউজবোট) সংগ্রহ করেছে। ৪টি ৬৫০ মিঃ মিঃ ড্রেজার সরবরাহ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

পানি সম্পদ মন্ত্রী বলেন, বর্তমানে ‘বাংলাদেশের নদী খননের জন্য ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয়’ প্রকল্পের আওতায় আরও ১২টি ড্রেজার (৫০০ মিঃ মিঃ ২ সেট ও ২৫০ মিঃ মিঃ ১০ সেট) ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এসব ড্রেজার দ্বারা ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে দেশের নদ-নদীগুরোর নিয়মিত মেইনটেনেন্স ড্রেজিংয়ের মাধ্যমে নদীর প্রবাহ এবং নাব্যতা বজায় রাখা সম্ভব হবে।
সূত্র : বাসস



মন্তব্য চালু নেই