নতুন সূচক পুঁজিবাজারকে গতিশীল করবে

‘নতুন সূচক চালু হওয়ার ফলে পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়বে, পাশাপাশি বিনিয়োগকারীরা সুচিন্তিত বিনিয়োগ করতে পারবে। ফলে পুঁজিবাজার আরো গতিশীল হবে।’
রোববার সকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই বেঞ্চমারক ৫০ এবং সিএসই শরীয়াহ সূচক (সিএসআই) দুটি উদ্বোধন করার সময় চেয়ারম্যান আবদুল মজিদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা তিনটি সূচক চালু করতে চেয়েছি। কিন্তু আজ দুটি সূচক চালু করলাম। পরবতিতে আইপিও সূচক চালু করা হবে। সূচকের অন্তভূক্ত কোম্পানিগুলোকে বিনিয়োগকারীদের জন্য উম্মুক্ত করে দেয়া হবে।’
নতুন সূচক চালু করায় বিনিয়োগকারীরা কোম্পানিগুলো সম্পর্কে জেনে, বুঝে বিনিয়োগ করতে পারবে উল্লেখ করে তিনি বলেন, ‘সিএসইর তালিকাভূক্ত কোম্পানিগুলোর গত ৫ বছরের তথ্যের ভিত্তিতে এসব সূচক তৈরি করা হয়েছে।’
সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন বলেন, ‘নতুন শরীয়াহ ‍সূচক চালু হওয়ায় পুঁজিবাজারকে আরো সমৃদ্ধ করবে। যারা শরীয়াহ ভিত্তিক কোম্পানিতে বিনিয়োগ করতে চায় তাদের জন্য এ সূচক চালু করা হয়েছে। ভবিষ্যতে এ দুটি সূচকের সহায়তায় এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) চালু করা হবে। একইভাবে ডেরিভিটিভস মার্কেট চালু করা হবে।’
২০১০ সালের ৪ জুলাই থেকে শরিয়াহ ইনডেক্সের ভিত্তি বছর ধরা হয়েছে। ২০০৯ সালের ২ জুলাই থেকে সিএসই-৫০ বেঞ্চমার্ক সূচকের ভিত্তি বছর ধরা হয়েছে। এসব সূচকের ভিত্তি পয়েন্ট ১ হাজার। সিএসইর তালিকাভুক্ত ৬৩টি কোম্পানি শরিয়াহ সূচকে অন্তর্ভুক্ত থাকবে। সিএসইর তালিকাভুক্ত ৬৩টি কোম্পানি শরিয়াহ সূচকে অর্ন্তভূক্ত থাকবে যা দেখা যাবে।
এ সময় অন্যদের মধ্যে সিএসইর পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, মমতাজ উদ্দিন, মাইনুল ইসলাম মাহমুদ, নাসির উদ্দিন চৌধুরী ও শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই