নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি : তোফায়েল

বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের আবারও সতর্কতা জারির সমালোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি এটাকে যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি বলে মনে করেন।

আজ রবিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল এ মন্তব্য করেন।

তোফায়েল দাবি করেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি হয়নি যে, এখানে বারবার সতর্কতা জারি করতে হবে। এটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়।

এর আগে বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের আবারও সতর্ক করে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস। শনিবার সন্ধ্যায় হালনাগাদ করা আমেরিকান দূতাবাসের নিরাপত্তাবার্তায় এই পরামর্শ দেওয়া হয়।

সম্প্রতি দুই বিদেশি হত্যার পর বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের ওপর আবারও সন্ত্রাসী হামলা হতে পারে, তাদের কাছে এমন নির্ভরযোগ্য তথ্য রয়েছে বলে মার্কিন দূতাবাস জানিয়েছে।



মন্তব্য চালু নেই