শিয়া মসজিদে হামলা

নতুন ইমাম-মুয়াজ্জিনে নামাজ আদায় শুরু

শিবগঞ্জের শিয়া সম্প্রদায়ের আল-মোস্তফা জামে মসজিদে নতুন ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ দেয়া হয়েছে। রোববার থেকেই শুরু হয়েছে ওই মসজিদে নামাজ আদালয়।

রোববার দুপুরে শিয়া সম্প্রদায়ের মুসুল্লিরা ওই মসজিদে নতুন ইমামের সঙ্গে যোহরের নামাজ আদায় করেছেন।

গত ২৬ নভেম্বর বন্দুকধারীদের গুলিতে আল-মোস্তফা মসজিদের মুয়াজ্জিন মোয়জ্জেম হোসেন (৬৫) নিহত হন। একই সময় ইমাম মাওলানা শাহিনুর গুলিবিব্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন।

ঘটনার তিনদিন পর রোববার স্থানীয় ইমামমিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্জ আবু জাফর মণ্ডল অস্থায়ীভাবে ইমামতি করার দায়িত্ব নিয়েছেন। তার আগে আব্দুল ওয়াকিল ওরফে উকিল নামের একজনকে মুয়াজ্জিন নিয়োগ দেয়া হয়।

রোববার দুপুরে যোহরের নামাজে আগের চেয়ে মুসল্লির সংখ্যা কম ছিল। এর আগে সকালে মসজিদের মেঝেতে পড়ে থাকা রক্তের দাগ ধুয়ে মুছে ফেলা হয়। র‌্যাব-পুলিশ সদস্যরা সকালেই মসজিদের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে নিরাপত্তার জন্য পাশেই তল্লাশি চৌকি বসিয়েছে।

শিবগঞ্জের শিয়া সমম্প্রদায় পরিচালিত হরিপুর (মোহাম্মদপুর) ইমামমিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোজাফ্ফর হোসেন জানান, যোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে আল-মোস্তফা জামে মসজিদ মুসুল্লিরা নামাজ আদায় শুরু করেছেন। এর আগে সকালে মসজিদ ধুয়ে মুছে পরিষ্কার করা হয়।



মন্তব্য চালু নেই