নক আউট কিং রোনালদো

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে করেছিলেন সর্বোচ্চ গোলের রেকর্ড (১৭ গোল, এক মৌসুমে)। ছাড়িয়ে গিয়েছিলেন লিওনেল মেসিকে। চলতি মৌসুমেও নতুন এক রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নক আউট পর্বে সর্বোচ্চ গোলের মালিক এখন তিনি। তার মোট গোল ৩৫টি। সাতটি দেশের প্রায় ১১টি শহরে এই গোলগুলো করেছেন রোনালদো। যা এই টুর্নামেন্টের নক আউট পর্বে রেকর্ড। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে শালকের বিরুদ্ধে ২-০ গোলে জেতে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে একটি গোল করেই নক আউট পর্বের কিং হিসাবে পরিচিতি লাভ করেছেন রোনালদো।

আরও আছে। নক আউট পর্বে তিনিই প্রথম ফুটবলার যিনি ২৮ ম্যাচ জেতার কৃতিত্ব দেখিয়েছেন। পেছনে ফেলেছেন ভান ডার সার ও ভিক্টর ভালদেসকে (দুজনই গোলরক্ষক)। আবার রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১২ এওয়ে ম্যাচে গোল করার নতুন রেকর্ডও গড়েছেন পর্তুগিজ এই সিআরসেভেন।



মন্তব্য চালু নেই