নওগাঁয় ধানের বাম্পার ফলনের পরেও কৃষকদের মাঝে হতাশা

তানভীর আহম্মেদ, নওগাঁ থেকে: বাংলাদেশে যে পরিমাণ ধান উৎপাদন হয় তার ৭০ শতাংশ উৎপাদন হয় উওরবঙ্গে ।আর এই উত্তরবঙ্গে যে পরিমাণ ধান উৎপাদন হয় তার ৩০ শতাংশ উৎপাদিত হয় এই নওগাঁ জেলায় ।কিন্তু এবার ইরি মৌসুমে ধানের বাম্পার ফলনের পরেও এই এলাকার কৃষকদের মুখে হাসি নেই।তার প্রধান কারণ ধানের দাম না থাকা ।এই এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে ধানের দাম কম থাকায় তাদের উৎপাদন খরচ উঠায় কঠিন হয়ে পড়েছে। বর্তমান এই এলাকায় চিকন ধান প্রতি মণ ৬৩০ থেক ৬৮০ টাকায় কেনাবেচা চলছে ।যার দাম প্রতি মণ ৭৫০ এর অধিক হলে কৃষকদের কিছু লাভ হতো।কৃষকদের ক্ষতির কথা চিন্তা করে কিছুদিন পূর্বে নওগাঁ -৬ আসনের মাননীয় এম.পি জনাব ইসরাফিল আলম ফেসবুকে একটি স্ট্যাটাস আপলোড করেন।যেখানে কৃষকদের কি পরিমাণ লোকসান হচ্ছে তা উল্লেখ করা হয়।তাই কৃষকদের দাবি যতো দ্রুত সম্ভব কৃষকদের কথা বিবেচনা করে ধানের সঠিক মূল্য নির্ধারণ করা হোক।



মন্তব্য চালু নেই