নওগাঁয় চালকলের বয়লার বিস্কোরণে ২ শ্রমিকের মৃত্যু, আহত-৭

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁয় একটি বয়লার বিস্ফোরণের ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) ও শাহেদুল রহমান (৩০)নামের ২শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে ৭ শ্রমিক আহত হয়েছেন।নওগাঁ শহরের লস্করপুর এলাকায় কানাইলালের মালিকাধীন রাম অটোমেটিক রাইস মিলের ক্রাশিং চলাকালে গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: শামছুর আলম জানান, চালকলের বয়লার বিস্ফোরণের ঘটনায় সেখানে কর্মরত ৯ শ্রমিক আহত হয়। তাৎক্ষনিকভাবে আহতদের নওগাঁ হাসপাতালে নেয় হলে পথিমধ্যেই আনোয়ার হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহত আব্দুল গফুর (৩২), সাদেক আলী (৩০), বাবু (৩৫), ইমরান (২১), দুলাল (২৮), হামিদুণ (২৮), শাহেদুল (৩০) ও আব্দুল গফুর (৩০)কে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থা অবলতি হলে সকলকে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে শাহেদুল ইসলাম নামের আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আনোয়ার হোসেন সদর উপজেলার লক্ষণপুর গ্রামের হানিফের ছেলে ও শাহেদুল ইসলামের বাড়ি কুড়িগ্রাম জেলায়। অপর আহত ৭জন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



মন্তব্য চালু নেই