নওগাঁর রাণীনগরে বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা বিষয়ক কর্মশালা

নওগাঁর রাণীনগরে বৃহস্পতিবার বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেল ৪টায় উপজেলার চকাদিন গ্রামে মজিদের বাড়িতে বাল্য বিবাহ প্রতিরোধে ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে ও চকাদিন গ্রামের পল্লী সমাজ সংগঠনের আয়োজনে ওই গ্রামের পল্লী সমাজ সংগঠনের ৩১জন কিশোরী সদস্যদের মাঝে বাল্য বিবাহ সচেতনতা সম্পর্কিত তথ্য কার্ড বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য কার্ড বিতরণ করেন কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম, মহিলা ইউপি সদস্য বিলকিস আক্তার, ব্রাক রাণীনগর শাখার সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক (আইবি) আব্দুল হালিম,খোরশেদ আলী প্রমুখ।



মন্তব্য চালু নেই