নওগাঁর আত্রাইয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

রাজশাহী : নওগাঁর আত্রাই উপজেলার পুইশাওতা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে রেজাউন নবী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রেজাউন নবী পুইশাওতা গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।

শনিবার বিকেল ৩ টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সালেকুল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক সালেকুল নিহতের চাচাতো ভাই বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে বসত বাড়ির জমি নিয়ে রেজাউন নবীর সাথে চাচাতো ভাই সালেকুলের বিরোধ চলে আসছিলো। বিকেলে রেজাউন নবী ওই জমিতে খড়ের পালা দিতে গেলে সালেকুল তাতে বাধা দেয়। এ সময় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে সালেকুলের লোকজনের মারপিটে ঘটনাস্থলেই মারা যান রেজাউন নবী।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সাথে ঘটনাস্থল থেকে সালেকুলকে আটক করা হয়।

এ বিষয়ে নিহতের মেয়ে রোজী আক্তার বাদি হয়ে ৫ জনকে আসামী করে আত্রাই থানায় একটি হত্যা মামলা করেছেন।



মন্তব্য চালু নেই