ধোনির বায়োপিক নিয়ে বিস্ফোরক মন্তব্য গম্ভীরের

চলতি মাসের ৩০ তারিখে মুক্তি পাচ্ছে মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক। পরিচালক নীরজ পাণ্ডের বহু প্রতিক্ষিত ছবি ‘এম এস ধোনি—দ্য আনটোল্ড স্টোরি’ নিয়ে ভক্তদের উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে। ছবির ট্রেলরেই দেখা গিয়েছে বড়সড়় চমক। ছবির পরিচালক নীরজ পাণ্ডে বলেছেন, এই ছবির গল্প তথাকথিত ফিল্মি নয়। এখানে ধোনির জীবনের বেশ কিছু গোপন তথ্য ফাঁস করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বহু কাঠ-খড় পুড়িয়ে ধোনিকে এই তথ্য প্রকাশে রাজি করানো হয়েছে।

যখন হাতে গোণা আর কয়েকটা দিন বাকি ছবি বের হতে, তখনই এই ছবি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘কোনও ক্রিকেটারের জীবনের উপর ছবি করার মতো কিছু আছে বলে আমি বিশ্বাস করি না। সেটা হওয়াও উচিৎ নয়। আমি মনে করি এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের অবদান একজন ক্রিকেটারের চেয়েও দেশের জন্য অনেক বেশি। ছবি করতেই হলে তাঁদের জীবনের উপর করা উচিৎ। ’

তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। বিগত কয়েক বছরে এম এস ধোনি এবং গৌতম গম্ভীরের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন কথাই শোনা গিয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠছে গম্ভীরের এ হেন মন্তব্য কী নিরপেক্ষ ভাবেই নাকি ধোনির বায়োপিক বানানো হয়েছে বলেই তিনি পরোক্ষভাবে এমন কথা বললেন।

ট্রেলরেই দেখা গিয়েছে জাতীয় দলের বেশ কেছু ক্রিকেটারকে ধোনি অপছন্দ করেন। যদিও এখনো ফিল্ম বেরয়নি, তাও অনেকের মতে সেই ক্রিকেটাররা হলেন রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি এবং ভি ভি এস লক্ষ্মণ। গৌতম গম্ভীরও সেই তালিকায় পড়েন কীনা, তাঁর উত্তর মিলবে ৩০-এর পরেই।-এবেলা



মন্তব্য চালু নেই