ধোনিরা হারায় আমি ‘হ্যাপি’ : ভারতীয় পরিচালক

১১তম বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হেরে বিদায় নিশ্চিত হয়েছে ভারতের। এই হারে গোটা ভারত জুড়ে বইছে হতাশার তপ্ত হাওয়া।

কিন্তু ওই হতাশা মোটেই আঁচ করতে পারেনি ভারতের চলচিত্র পরিচালক রামগোপাল ভার্মাকে। তার কণ্ঠে বাজছে ভিন্ন সুর। জানালেন, ‘ধোনিরা হারায় আমি খুশি (soooo happyyy)’। এখানেই শেষ নয়, ভারতের মানুষের ক্রিকেট পাগলামি থেকে বেরিয়ে আসার জন্য দেবতার কাছে প্রার্থনা করছেন তিনি।

টুইটারে রামগোপাল ভার্মা লিখেছেন, ‘সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ায় আমি ভীষণ খুশি। কেননা আমি ক্রিকেটকে ঘৃণা করি। ক্রিকেটের থেকেও বেশি অপছন্দ করি তাদের, যারা এই আনপ্রোডাক্টিভ খেলাটাকে ভালোবাসেন।’

তিনি আরো বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি। আমাদের দেশবাসী যে তেমন ‘প্রোডাকটিভ’ নন তার কারণ, তারা কাজ করা বন্ধ রেখে কাজের মধ্যে শুধু খেলাটাই দেখেন।’

ভারতীয় দলের অমঙ্গল কামনা করে রামগোপাল ভার্মা বলেন, ‘দেশের সব দেবতার কাছে আমি প্রার্থনা করি, তারা যেন দেশবাসীর এই ক্রিকেট নামক অসুখ থেকে সারিয়ে তোলেন। বিশ্বের সব ক্রিকেট টিম যেন ভারতের দলকে বারবার হারায়। এতবার হারায় যে ভারতবাসীর মধ্য থেকে ক্রিকেটের মোহ যেন কেটে যায়!’



মন্তব্য চালু নেই