ধোনিদের বিশ্বকাপের জার্সি প্লাস্টিকের বোতলে তৈরি! (ভিডিও)

আগামী ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসছে ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে জার্সিতে পরিবর্তন এনেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে উন্মোচিত হয়েছে ভারতের নতুন জার্সি। প্লাস্টিকের বোতল ‘রিসাইকেল’ (পুনর্ব্যবহারযোগ্য) করে তৈরি হয়েছে ভারতের নতুন এই জার্সি! যা পরলে ক্রিকেটারদের শরীর বেশ ঠান্ডা থাকবে। এক একটা জার্সিতে গড়ে ৩৩টি বোতল ব্যবহার করা হয়েছে বলে প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, বিশ্বকাপের আগেই এ জার্সিতে খেলার সুযোগ পাচ্ছেন ধোনি-কোহলি-রাহানেরা। আসন্ন ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে নতুন জার্সিতে দেখা যাবে তাদের।

উল্লেখ্য, এভাবে প্লাস্টিকের বোতাল ‘রিসাইকেল’ করা জার্সি পরে বিশ্বকাপ ফুটবল খেলার নজির রয়েছে। তাদের মধ্যে পর্তুগাল, ব্রাজিল, নেদারল্যান্ডস, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখযোগ্য। কিন্তু ক্রিকেট বিশ্বকাপে বোধ হয় এবারই প্রথম এই জার্সির ব্যবহার করতে দেখা যাবে ভারতকে।

এবার ভিডিওতে দেখে নেওয়া যাক প্লাস্টিক বোতল পুনঃব্যবহারযোগ্য করে ভারতের জার্সি বানানো হলো :

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=wEKFJWdJ5jg



মন্তব্য চালু নেই