ধোনিদের জেতাতে যুবকের ‘জিহ্বা বলি’ কিন্তু শেষ রক্ষা হয়নি

ক্রিকেট খেলায় নিজের দেশকে জেতাতে ‘জিহ্বা বলি’ দিল এক ভারতীয় যুবক। গতকাল বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় দলের খেলা চলাকালীন দলকে জেতাতে ‘স্রষ্টার হস্তক্ষেপ কামনায়’ নিজের জিভ কেটে উৎসর্গ করেছে ওই যুবক। ঘটনাটি ঘটে ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোরে।

রাজ্যের জোলারপেট থানা পুলিশের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভেলোরের পোন্নেরি এলাকায় থাকেন ২১ বছর বয়সী ক্রিকেটপাগল সুধাকর। গতকাল ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ব্যাটিং শেষ হওয়ার পর হারের আশঙ্কায় স্থানীয় একটি মন্দিরে যান তিনি। সেখানেই ভারতের জয় কামনায় ছুরি দিয়ে নিজের জিভের প্রায় দুই ইঞ্চি কেটে স্রষ্টার উদ্দেশে উৎসর্গ করেন।

এর পর যন্ত্রণা সহ্য করতে না পেরে জুড়ে দেন চিৎকার। চিৎকার শুনে মন্দিরের পূজারি, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে আদুক্কামপারাই সরকারি হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সুধাকর এখন আশঙ্কামুক্ত। তবে তাঁর জিভটির গুরুতর ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, রোগীকে ভর্তির সময় আত্মীয়রা বিচ্ছিন্ন জিহ্বাটি সঙ্গে নিয়ে আসেননি। এ ছাড়া আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিল, মুখে ছুরি নিয়ে পেঁপে পারতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

জোলারপেটের পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় তা থানায় লিপিবদ্ধ (এফআইআর) করা হয়নি।



মন্তব্য চালু নেই