ধর্ষণের অভিনয়ে বেগ পেয়েছেন রাইমা

ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে গিয়ে ভালোই বেগ পেতে হয়েছে রাইমা সেন, তিলোত্তমা সোমের মতো অভিনেত্রীদের। আর এটা ঘটেছে ‘চিলড্রেন অফ ওয়ার’ ছবিতে অভিনয় করতে গিয়ে। ছবিটি পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় দেবরাত।

ছবিটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি। পাকিস্তানের সৈনিকরা কীভাবে ধর্ষণকে অত্যাচারের অস্ত্র হিসেবে ব্যবহার করত তা বিশেষ জায়গা পেয়েছে ছবিতে।

ধর্ষণের দৃশ্যে স্যুটিংয়ের পর রাইমা বলেন, ‘আমার শরীরের মধ্যে ভয়ের অনুভূতি হচ্ছিল। আমার জীবনে অভিনয় করা সবথেকে কঠিন দৃশ্য।’

তিলোত্তমা বলেন, ‘ধর্ষণের দৃশ্যের জন্য নিজেকে তৈরি করা একেবারেই সহজ নয়। সেইসঙ্গেই এই ভয়াবহতা যে কোনো নারীর পক্ষেই অনুভব করা সহজ। আমরা প্রতিদিন এই ভয়ের সঙ্গেই বেঁচে থাকি।’

রাইমা, তিলোত্তমার সঙ্গে একমত পোষণ করে ছবির পরিচালক বলেন, ‘আমরা দৃশ্যগুলোকে এভাবেই স্যুট করেছি যাতে কেউ কোনোদিন ধর্ষণ ক্ষমা করার কথা ভাবতেও পারবে না।’ এর আগে ছবির নাম ভাবা হয়েছিল দ্য বাস্টার্ড চাইল্ড। পরে তা বদলে করা হয় চিলড্রেন অফ ওয়ার। ছবিতে রয়েছেন ভিক্টর ব্যানার্জি, পবন মলহোত্রা, ইন্দ্রনীল সেনগুপ্ত, ঋদ্ধি সেন, নবাগতা রুচা ও ফারুক শেখ।

ছবিটি প্রযোজনা করেছে পেন্সিল সেল মুভিজ। ছবিটি আগামী ১৬ মে মুক্তি পাবে।



মন্তব্য চালু নেই