দ.আফ্রিকার শক্তিতে ভীত নন মাশরাফি

ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং। তিন বিভাগেই দক্ষিণ আফ্রিকা দলকে এগিয়ে রাখলেন মাশরাফি বিন মর্তুজা। তবে এসব নিয়ে দুচিন্তা করছেন না তিনি।

শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মতুর্জা দক্ষিণ আফ্রিকা প্রসঙ্গে বলেন,‘ওদের (দক্ষিণ আফ্রিকার) ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সব বিভাগই ভালো। ওরা কিছু কিছু জায়গায় আমাদের আটকাতে পারে, যেমন: ফিল্ডিংয়ে ১৫-২০ রান আটকাতে পারে। ওদের বোলিং এমনিতেই অসাধারণ। ওদের কিছু ব্যাটসম্যান আছে (দুই-তিনজন) যারা আলাদা ধরনের, একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। এসব জায়গায় তারা এগিয়ে আছে।`

টাইগারদের দলনায়ক আরো বলেন,‘ওদের (দক্ষিণ আফ্রিকার) ৮-১০ জন ক্রিকেটার আছে, যারা বিশ্বের বিভিন্ন লিগে নিয়মিত টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে। অনেক তরুণ ক্রিকেটারও আছে, যারা নিয়মিত লিগ খেলছে। এ জায়গাতে তারা এগিয়ে আছে। আমাদের একজন অভিজ্ঞ ক্রিকেটার আছে। যে সারা বিশ্বে খেলে, সাকিব।’

তবে প্রতিপক্ষের শক্তিমত্তায় ভীত নন মাশরাফি। বরং নিজেদের সেরা খেলাটা মাঠে খেলতে উদগ্রীব হয়ে আছে টিম তার দল। অধিনায়কের ভাষ্য, ‘আমাদের রেকর্ড ভালো না। টি-টোয়েন্টিতে আমরা খুবই কম খেলি। আমি মনে করি, শুরুটা ভালো করে করতে হবে। শুরুটা ভালো করতে পারলে আমাদের জন্যে খুব ভালো হবে। মাঠে যদি আমরা ভালো খেলতে পারি তাহলে সিরিজটি অবশ্যই অন্যরকম হয়ে যাবে।’



মন্তব্য চালু নেই