দ্রুত মধ্যবর্তী নির্বাচনের পরামর্শ এমাজউদ্দীনের

সব দলের অংশগ্রহণে দ্রুত একটি মধ্যবর্তী নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বিএনপি চেয়ারপারসনের পরামর্শক এমাজউদ্দীন আহমেদ।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর উচিত হবে, বিরোধী দলের প্রতি কোনো প্রতিশোধমূলক ব্যবস্থার দিকে অগ্রসর না হয়ে দ্রুত একটি নির্বাচনের প্রক্রিয়া শুরু করা।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে দক্ষিণ কুমিল্লা প্রাক্তন ছাত্রদল ঐক্যপরিষদ আয়োজিত ইফতারপূর্ব এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।

এমাজউদ্দীন বলেন, ‘প্রতিশোধপরায়ণ না হয়ে দেশের উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করুন। উন্নয়ন ও গণতন্ত্র উদ্ধারের জন্য মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনা করার সময় এখনো ফুরিয়ে যায়নি।’

বিএনপি চেয়ারপারসনের এই পরামর্শক বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে প্রধানমন্ত্রী যে উন্নয়নের কথা বলছেন তা নিঃস্ব হয়ে যাবে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক আবদুল রহিমের সভাপতিত্বে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন সভায় উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই