দ্রাবিড় পুত্রের অনন্য ক্রিকেট প্রতিভা

দেশের জার্সি গায়ে অন্য দেশের বিপক্ষে আর মাঠে না নামার সিদ্ধন্তটা বেশ আগেই নিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড়। নিজ হাতে ক্রিকেটার তৈরী করার দায়িত্বটা বেছে নিয়েছেন তিনি। চলমান আইপিএল আসরে রাজস্থানের প্রধান কোচ তিনি। এবারের প্রতিবেদন দ্রাবিড়ের ছয় বছর ও নয় বছর বয়সী তনয়কে নিয়ে।

গত শুক্রবার মুম্বাইয়ের ব্রাবুর্ন স্টেডিয়ামে প্র্যাকটিস সেশনে নামে দ্রাবিড় তনয় সমিত ও অনভয়। এসময় বল ধরতে গিয়ে একেবারে ভয়হীন ডাইভ দিয়েছিল। তাদের এই ডাইভ দেয়া দেখে অনেকে অবাক হয়েছেন। তাদের এমন প্রতিভা দেখে অনেকেই মনে করছেন, ভবিষ্যতে বাবার মতই নাম করবে তারা।

সেদিন সমিত ও অনভয় আইপিএল দল রাজস্থান রয়ল্যালস দলের খেলোয়াড়দের সাথে বেশ সময় কাটান এই দুইজনে। দ্রাবিড়ের স্বপ্ন ছোট থেকেই ক্রিকেটের নানা অনুসঙ্গ রপ্ত করুক তারা। দ্রাড়ি ১২ বছরসেই ক্রিকেট শুরু করেন। অনূর্ধ্ব-১৫, অর্নর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন দ্রাবিড়। জাতীয় দল থেকে ২০১২ সালে অবসরে যান তিনি।



মন্তব্য চালু নেই