‘দ্বিতীয় বিশ্বসেরা নেইমার’

ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি নাকি নেইমার? বিশ্বসেরা ফুটবলার কে? ফুটবল বিশ্বে এই প্রশ্নটি উঠেছে অনেক আগে থেকেই! গত আট বছর ধরে ব্যালন ডি`অর পুরস্কার ভাগাভাগি করে নিচ্ছেন রোনালদো-মেসি। সে হিসেবে বিশ্বসেরা ফুটবলারের প্রথম ও দ্বিতীয় স্থানে এই দুজনকে রাখার কথা।

কিন্তু বার্সেলোনার ক্লাব ডিরেক্টর আলবার্ট সোলার জানালেন ভিন্ন তথ্য। তার বিচারে, দ্বিতীয় বিশ্বসেরা নেইমার। আর বার্সার প্রাণভোমরা লিওনেল মেসিকে রেখেছেন প্রথম স্থানে। রিয়াল মাদ্রিদের সুপার রোনালদোকে আলোচনায় রাখেননি তিনি।

অলিম্পিকে প্রথমবারের মতো সোনাজয়ী নেইমারকে নিয়ে বার্সার এই কর্তা বলেন, ‘দ্বিতীয় বিশ্বসেরা ফুটবলার নেইমার (মেসির পেছনে)। এটা ভেবে ভালো লাগছে যে আমরা তার (নেইমার) সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছি। এছাড়া হ্যাভিয়ের মাচেরানো ও সার্জিও বুসকেটসের চুক্তিও নবায়ন করা হয়েছে।’

বার্সার গোটা স্কোয়াড নিয়ে খুশি সোলার। বলেন, ‘আমরা মনে করি, বার্সার স্কোয়াডই বিশ্বসেরা। শিরোপা জয়ের ক্ষুধা রয়েছে। ভক্তদের চাওয়া পূরণ করতে সক্ষম। ক্লাবের সবাই মৌসুমের সেরাটা পাওয়ার প্রত্যাশা করছে।’



মন্তব্য চালু নেই