দেড় হাজার টাকায় স্মার্টফোন!

বাজারে যখন স্মার্টফোনের দাম ৫ হাজার টাকারও বেশি, তখন মাত্র দেড় হাজার টাকায় স্মার্টফোন পাওয়া যাচ্ছে শীর্ষস্থানীয় অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডটকমে। কম বাজেটে মনের মতো স্মার্ট ফোন কিনতে হলে বিক্রয়ের বিজ্ঞাপনগুলো দারূণ অফার বলেই মনে করছেন বিক্রয় টিম। বিক্রয়ে নামি-দামি সব ব্র্যান্ডের সেকেন্ডহ্যান্ড স্মার্ট ফোনের বিপুল সমাহার আছে বলেও জানান তারা।
কেবলই কম দামি নয়, বেশি দামের মোবাইল ফোনও পাওয়া যাচ্ছে এ মার্কেটপ্লেসে। বিক্রয়ে অ্যাপল আইফোন ৫২৪কে গোল্ড মডেলের সেটের বিজ্ঞাপনও রয়েছে। ৯০ হাজার টাকা মূল্যের এ সেটের বিজ্ঞাপনের গ্রাহকদেরকে সহজেই টানবে বলে মনে করেন বিক্রয় টিম।
বিক্রয়ের এক পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের ডিসেম্বর থেকে এ বছর মার্চের মধ্যে অনলাইনে সবমিলিয়ে মোবাইল ফোন বিক্রির হার ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। গত ডিসেম্বরে ব্যবহৃত মোবাইল ফোনের বিজ্ঞাপন পোস্ট করা হয়েছিল ৮৪ হাজার ৯০০, যা মার্চে বেড়ে দাঁড়িয়েছিল ৯৫ হাজার ৫০০ তে।
এ বছরের মার্চে সাইটটিতে বেচা-কেনার শীর্ষে ছিল নকিয়া ব্র্যান্ডের মোবাইল ফোন। শুধুমাত্র মার্চেই সাইটটিতে নকিয়া ব্র্যান্ডের ২৪ হাজার পাঁচশরও বেশি মোবাইল ফোনের বিজ্ঞাপন পোস্ট হয়েছিল।
বিক্রয় টিম জানায়, গ্রাহকদের জন্য মোবাইলের বাইরেও প্রয়োজনীয় সব জিনিসের বিজ্ঞাপন রয়েছে এখানে। এ বিজ্ঞাপনগুলো থেকে বেছে বেছে তারা তাদের পছন্দের জিনিস অনায়াসেই কিনতে পারে। শুধু তা-ই নয়, ঘরে বসে নিজের অপ্রয়োজনীয় জিনিসের বিজ্ঞাপন দিয়ে সেগুলোও বিক্রি করে দিতে পারে সহজেই।


মন্তব্য চালু নেই