দেড়মাস পর দেশে ফিরলেন সিইসি

প্রায় দেড় মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। সোমবার ভোর ৫টায় টার্কিজ এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে নির্বাচন কমিশনের প্রটোকল অফিসার শরিফুল ইসলামকে সিইসির আসার বিষয়ে অবহিত করা হয়। পরে তিনি ভিআইভি লাউঞ্জ ব্যবহার করার জন্য বিমান বন্দরের পরিচালক এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে চিঠি পাঠান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ আর দায়িত্বে থাকছেন না এমন একটি গুঞ্জন উঠেছিল খোদ নির্বাচন কমিশনেই। তিনি আর দেশে ফিরবেন না বলেও অনেক কর্মকর্তা মন্তব্য করেছিলেন।
প্রসঙ্গত, গত ৩ মার্চ ব্যক্তিগত সফরের কথা বলে এক মাসের ছুটিতে নিউইয়র্কে যান সিইসি। উপজেলা নির্বাচনের মাঝখানে ছুটিতে যাওয়ায় ওই সময় প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। কারণ কাজী রকিবউদ্দিন আহমদ এমনিতেই ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে জাতির কাছে বেশ বিতর্কিত। তার ওপর উপজেলা নির্বাচনে মাঝখানেই সস্ত্রীক বিদেশগমন যেন আগুনে ঘি ঢেলে দিয়েছিল।



মন্তব্য চালু নেই