দেশ কতটুকু স্বাধীন, প্রশ্ন খালেদার

বাংলাদেশ কতটুকু স্বাধীন সে বিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, ‘দেশ কতটুকু স্বাধীন আছে, আমরা জানি না। দেশ নামেই স্বাধীন, মূলত স্বাধীনতা বলে কিছু নেই। সীমান্ত থেকে অন্য দেশ আমাদের নাগরিকদের ধরে নিয়ে যায়, ফসল কেটে নিয়ে যায়। কিন্তু সরকার তার প্রতিবাদ করতে পারে না।’

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বুধবার বিকেলে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘এসো বিদ্রোহ করি’ শিরোনামের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তিস্তার পানির ন্যায্য হিস্যা আমরা পাই না। সরকার এর প্রতিবাদও করে না। প্রতিবাদ করলে তাতে নানাভাবে বাধা দেওয়া হয়।’

জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ১৯ দলীয় জোটের আব্দুল মবিন, অধ্যক্ষ মাওলানা ইসহাক, গরীবে নেওয়াজ, রেদোয়ান আহমেদ, জেবেল রহমান গানি, খন্দকার গোলাম মোর্তুজা, ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।



মন্তব্য চালু নেই