দেশে দেশে ঘুরলেই স্বীকৃতি পাওয়া যায় না

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘শুধু ছবি উঠালেই বিদেশিদের স্বীকৃতি পাওয়া যাবে না। গণতন্ত্র না থাকায় কেউ আপনাদের স্বীকৃতি দেয়নি। দেশে দেশে ঘুরলেই স্বীকৃতি পাওয়া যায় না।’

বৃহস্পতিবার নীলফামারীর জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ জনসভার আয়োজন করেছে ২০দলীয় জোট।

জনসভায় সভাপতিত্ব করছেন জেলা বিএনপির আহ্বায়ক আনিসুল আরেফিন চৌধুরী।

পুলিশ সদস্যদের উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, ‘পুলিশ ভাইদেরকে বলি, আপানাদের দায়িত্ব হলো জনগণের সেবা করা। কিন্তু আপনারা এই অবৈধ সরকারের নির্দেশে গুলি করছেন, খুন করছেন। ভুলে যাবেন না যে আপনাদেরও মা, বোন, ভাই আছে। শান্তিপূর্ণ আন্দোলনে লাঠি বা গুলি চালানোর কোনো প্রয়োজন পরে না। কিন্তু তারপরও আপনারা সরকারের নির্দেশে গুলি করছেন। মানুষ মারছেন।’

র‌্যাব গঠনের উদ্দেশ্য সম্পর্কে খালেদা জিয়া বলেন, ‘মানুষ গুম ও খুন করার জন্য র‌্যাব গঠন করা হয়নি। মানুষের সেবার জন্যই এ বাহিনী গঠন করা হয়েছে। কিন্তু বর্তমানে র‌্যাব দিয়ে সাধারণ মানুষকে গুম, খুন ও নির্যাতন করা হচ্ছে। এটা চলবে না, চলতে দেয়া যায় না।’

‘বাংলাদেশের সম্মান এই সরকার প্রতিনিয়তই নষ্ট করছে’ বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।



মন্তব্য চালু নেই