‘দেশের ৩২ ভাগ মানুষ বিদ্যুৎবঞ্চিত’

এখনো দেশের ৩২ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধাবঞ্চিত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের ৬৮ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। তবে সরকার দেশের অবশিষ্ট জনগণকে দ্রুত বিদ্যুৎ সুবিধার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। এজন্য ২০১০ সালে প্রণীত পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে।
এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অধিকাংশ এনালগ মিটার ডিজিটালে রূপান্তর করা হয়েছে। এ সরকার ক্ষমতায় আসার পরে বিদ্যুৎখাতে ব্যাপক সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে।
আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে দেশব্যাপী ৭০ লাখ প্রি-পেইড ডিজিটাল মিটার স্থাপন করার পরিকল্পনা নেয়া হয়েছে।
দিলারা বেগমের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বর্তমানে দেশে বাৎসরিক মাথাপিছু প্রতিঘণ্টায় বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ৩৪৮ কিলোওয়াট। এ পর্যন্ত অফগ্রিড এলাকায় ৩৫ লাখ সোলার হোম সিস্টেম স্থাপনের মাধ্যমে প্রায় ১ কোটি ৫০ লাখ জনগণের জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হয়েছে।
জাতীয় পার্টির এম এ হান্নানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে সরকারি খাতে ৪৬৫৫ মেগাওয়াট ক্ষমতার ১৭টি এবং বেসরকারি খাতে ২৭০৬ মেগাওয়াট ক্ষমতার ১৫টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান অগ্রগতি সন্তোষজনক।



মন্তব্য চালু নেই