দেশের সবগুলো ফ্ল্যাটে বিদ্যুৎ দেয়া হবে

দেশের সবগুলো ফ্ল্যাটে বিদ্যুৎ দেয়ার ঘোষণা দিয়েছেন বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘আমাদের সে ক্যাপাসিটি রয়েছে। এখন আমরা সাড়ে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রাখি।’
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী রিহ্যাবের শীতকালীন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের আবাসন শিল্পের অধিকাংশই রিহ্যাবের অবদান। কিন্তু বর্তমানে বহু অফিস বন্ধ হয়ে গেছে। অনেকেই অফিস স্টাফদের বেতন দিতে পারেন না। কেউ কেউ সময়মতো ফ্ল্যাট হাস্তান্তরও করতে পারেন না। এ খাতটি হাসপাতালের ইমার্জেন্সি কেস হয়ে দাঁড়িয়েছে। একে দ্রুত সমাধান করা উচিৎ।’
এখনো রিহ্যাবের ১০ হাজারের মতো ফ্ল্যাট অবিক্রিত অবস্থায় রয়েছে। এই ফ্ল্যাট বিক্রি না হলে রিহ্যাবের সদস্যরা বাঁচতে পারবে না। তাই ফ্ল্যাটগুলো সরকারকে কিনে নেয়ারও আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে রিহ্যাব সভাপতি আলমগীর সামছুল আল আমীন বলেন, ‘আবাসন খাতে বাংলাদেশ ব্যাংকের নীতিমালার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বর্তমানে কোনো ব্যাংক ১ কোটি টাকার ওপরে পার্টিসিপেট করতে পারে না। বাংলাদেশ ব্যাংক এমন একটা নীতি করে দিক যাতে কমার্সিয়াল ব্যাংকগুলো আমাদের ঋণ দিতে পারে।’
এর আগে গত ২০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রিহ্যাব জানায়, তাদের এবারের শীতকালীন মেলায় ১৫০টি স্টল থাকছে। পাশাপাশি কো-স্পন্সর হিসেবে রয়েছে ১৩টি প্রতিষ্ঠান। রিহ্যাব ফেয়ারে প্রবেশমূল্য সিঙ্গেল ৫০ ও মাল্টিপল এন্ট্রি ১০০ টাকা। প্রবেশ টিকিটে থাকবে র‌্যাফেল ড্র এবং ৪২ ইঞ্চি এলইডি টিভিসহ আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
রিহ্যাব সভাপতি আলমগীর সামছুল আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন রিহ্যাব সহ-সভাপতি লিয়াকত আলী ভুঁইয়া, রবিউল হক, কামাল চৌধুরী প্রমুখ।



মন্তব্য চালু নেই