দেশের প্রথম উন্নত প্রযুক্তি ব্যবহারে বীজ শুকানো ও সংরক্ষন কার্যক্রম শুরু

বীজের গুনগত মান ঠিক রেখে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের প্র্রথম বৈরী আবহাওয়ায় বীজ শুকানো ও সংরক্ষনের কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপদিয়ায় সিয়াম সিটিতে স্থাপিত, ভিয়েতনাম থেকে আনা “রিভার্সএবল এয়ারফ্লো ফ্লাডবেড” মেশিনের কার্যক্রম উদ্বোধনের পর মেশিনের ব্যবহারিক বিষয়ে ধারণা দিতে কৃষিবিদদের প্রশিক্ষন দেয়া হয়।

মেশিনের প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মশালাটি ইউএসএআইডি ও ইরির সহযোগীতায় আয়োজন করে সিয়াম সীড এন্ড এগ্রো লিমিটেড।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আহাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষিবিশেষজ্ঞ ড. পরিমল চন্দ্র সরকার, প্রকল্প পরিচালক, কৃষিবিদ মো: হাবিবুর রহমান, কৃষিবিদ নিটুল রায়সহ প্রমূখ।

বক্তারা বলেন, প্রতিবছর বৃষ্টি ও কুয়াশায় দেশের বিপুল পরিমান বীজ নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। তারা বলেন, এই মেশিনের মাধ্যমে প্রতি ১২ ঘন্টায় চারটন বীজ গুনগতমান ঠিক রেখে শুকানো শেষে সংরক্ষণ করা যাবে। বক্তারা যন্ত্রটির ব্যবহার দেশব্যাপী ছড়িয়ে দেয়া গেলে বিপুল পরিমান বীজ নষ্ট হয়ে ক্ষতি হওয়া থেকে রেহাই পাবে কৃষক।



মন্তব্য চালু নেই