দেশের পরবর্তী রাষ্ট্রপতি হবে ক্যাটরিনা!

ক্যাটরিনা কাইফকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি করা উচিত। এমনই পরামর্শ দিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান মার্কণ্ডেয় কাটজু। তবে এ ক্ষেত্রে একটি শর্তও রেখেছেন তিনি। তার শর্ত, শপথগ্রহণের সময় সবচেয়ে বিখ্যাত গান ‘শীলা কি জওয়ানি’ গাইতে হবে ক্যাটরিনাকে।

মঙ্গলবার নিজের ব্লগে এই পরামর্শ দেন কাটজু। সেখানে লিখেছেন, কয়েকদিন আগে ক্রোয়েশিয়ায় এক সুন্দরী মহিলাকে রাষ্ট্রপতি করা হয়েছে। তার মতে, আর্থিক দিক দিয়ে দুর্বল ক্রোয়েশিয়া যদি মিস গ্রেবর কিটরোবিককে নিজের রাষ্ট্রপতি করতে পারে, তা হলে আমরা কেন পারি না?

নিজের ব্লগে তিনি লিখেছেন, ‘আমি ভোটে সব সময় সুন্দরী মহিলা, যেমন ফিল্ম অভিনেত্রীদের নির্বাচিত করাকে সমর্থন করি। কারণ, নেতা সব সময় চাঁদ এনে দেওয়ার কথা বলবেন, কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করবেন না।’

তিনি আরও লিখেছেন, ‘কাউকে না-কাউকে নির্বাচিত করতেই হবে। তাই অনন্ত সৌন্দর্যকে ভোট দিই। অন্তত মিডিয়ায় ওই সুন্দরী মহিলাকে দেখে আনন্দিত তো হব। না-হলে শেষে কিছুই পাবেন না।’

এর পরই ক্যাটরিনা কাইফকে রাষ্ট্রপতি করার পরামর্শ দেন তিনি। কাটজু লিখেছেন, ‘ক্যাটরিনা কাইফকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করার পরামর্শ দিচ্ছি। কিন্তু একটি শর্তে। শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজের বিখ্যাত গান ‘শীলা কি জওয়ানি’ গাইতে হবে তাকে।’ -ইন্ডিয়াটাইমস



মন্তব্য চালু নেই