দেশজুড়ে পুলিশের সতর্ক বার্তা

সিলেটে জঙ্গি আস্তানায় সেনা অভিযান চালানো এবং অভিযানস্থলের পাশেই দু’দফায় শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটে দেশজুরে পুলিশ সুপারদের মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা বার্তা পুলিশ সদর দফতর। একইসঙ্গে বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বারতি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেটে জঙ্গি আস্তানায় অভিযান চলমান থাকা অবস্থায় শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলের পাশেই বিষ্ফোরণের ঘটনার পরপরই রাতে এ সতর্ক বার্তা পাঠিয়েছে পুলিশ সদর দফতর। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি চালানো হচ্ছে। থানায় অ্যালার্ম প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের আরও সতর্ক হয়ে দায়িত্ব পালন করতে বলা হয়েছে বার্তার মাধ্যমে।
তিনি জানান, দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের কাছেই এই বিশেষ বার্তা পাঠানো হয়েছে।

সহেলী ফেরদৌস বলেন, সিলেটের ঘটনার পরপরই দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের বিশেষ সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিদেশি নাগরিক, বিশিষ্ট ব্যক্তি ও বিশেষ স্থাপনার সামনে জোর নজরদারি করাসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরদিকে, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, র‌্যাবের যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সব সময় প্রস্তুত থাকে। সে অনুযায়ী পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী দেশজুড়ে র‌্যাবের ব্যাটালিয়নগুলো সতর্ক অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, গত ৭ মার্চ কুমিল্লার চান্দিনা থেকে গ্রেফতার হওয়া আহমেদ আজওয়াদ ইমতিয়াজ তালুকদার ওরফে অমি জিজ্ঞাসাবাদে অনেক তথ্য দিয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বিভাগীয় এবং জেলা শহরে তাদের একাধিক আস্তানা রয়েছে। একইসঙ্গে তাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার নির্দেশনার কথাও জানিয়েছে।

গত ১৫ ও ১৬ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দু’টি অভিযান চালানো হয়। ১৭ মার্চ রাজধানীর আশকোনায় র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরের ভেতরে ঢুকে আত্মঘাতী হামলা চালায় এক জঙ্গি। ২৪ মার্চ ভোরে সিলেটের শিববাড়ির ওই বাসায় অভিযান চালানো হয়। ওই দিন রাতেই ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বর এলাকায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। গতকাল শনিবার সিলেটে অভিযানস্থলের পাশেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটে।



মন্তব্য চালু নেই