দেশকে রক্তাক্ত জনপদ বানাতে দেবো না

‘দেশকে কোনো অবস্থাতেই আমরা পাকিস্তানের মতো রক্তাক্ত জনপদ বানাতে দেবো না। হরতাল ও অবরোধের নামে নাশকতা, অন্তর্ঘাত, আগুনে বোমা নিক্ষেপের ঘটনা বাংলাদেশের জনগণ প্রতিহত করবে।’

সোমবার গাইবান্ধায় জেলা জাসদের সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একথা বলেন।

গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত জাসদের জেলা সম্মেলনে সেলেকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংসদ সদস্য নাজমুল হক প্রধান, রেজাউল করিম তানসেন, মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম বাবলু, জিয়াউল হক জনি। ইনু002 দেশকে রক্তাক্ত জনপদ বানাতে দেবো না

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরও বলেন, ‘আমরা সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে চাচ্ছি। কিন্তু বেগম খালেদা জিয়া ৫ তারিখের নির্বাচনের আগে বাংলাদেশে একটা জঙ্গিবাদী তাণ্ডবের মধ্যদিয়ে অস্বাভাবিক পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল। আমরা আশা করেছিলাম উনি ভুল বুঝতে পারবেন এবং স্বীকার করে শোধরাবেন। কিন্তু বেগম খালেদা জিয়া বদলায়নি, শোধরায়নি এবং জঙ্গিবাদীদের বর্জন করেননি। তারা জঙ্গিবাদী স্বশস্ত্র নাশকতা এবং অন্তর্ঘাতের পথ পরিহার করেনি।’

তিনি আরও বলেন, ‘আমি পরিষ্কার ভাষায় বলতে চাই জঙ্গীবাদী ও রাজাকারকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া ক্ষমতা দখলের কোনো চেষ্টা ও চক্রান্ত করতে দেয়া হবে না।’



মন্তব্য চালু নেই