দেবে যাওয়া ঘর উদ্ধারে দ্বিতীয় বার ব্যর্থ ফায়ার সার্ভিস

রাজধানীর রামপুরার হাজীপাড়া নতুন রাস্তার বউবাজার এলাকায় দেবে যাওয়া টিনশেডের ঘরগুলো দু্ইবার চেষ্টা করেও অপসারণে ব্যর্থ হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উদ্ধারকাজে ব্যবহৃত ক্রেন দুইবারই ছিঁড়ে যায়।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকজন উদ্ধারকাজে ধীরগতির অভিযোগ তুলেছেন।

ঘর দেবে যাওয়ার ঘটনায় নিখোঁজ রীনার স্বামী আবদুল মালেক বলেন, ‘আমার স্ত্রী ভেতরে আটকা পড়েছে। সময়মতো উদ্ধার করতে পারলে তাকে হয়ত বাঁচানো যেত। কিন্তু ফায়ার সার্ভিসের উদ্ধারকাজের অগ্রগতি দেখছি না।’

ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রতিবেদক জানান, ফায়ার সার্ভিস থেকে দাবি করা হচ্ছে, ছয়টি ইউনিট কাজ করছে। কিন্তু দুর্ঘটনাস্থলে মাত্র একটি ইউনিট রয়েছে। ইউনিটের সাতজন সদস্য টিন ও স্টিলের পাত কাটার কাজ করছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর নুরুল হক বলেন, ‘আমাদের ছয়টি ইউনিট কাজ করছে। ঘরগুলোর অবকাঠামো টিন ও স্টিলের পাত দিয়ে তৈরি হওয়ায় তা অপসারণ করা সম্ভব হচ্ছে না। এ কারণে টিন ও পাত কেটে আস্তে আস্তে তা সরাতে হবে। ইতোমধ্যে আমাদের লাইটিং ইউনিট রওয়ানা দিয়েছে। ইউনিট এলেই পুরোদমে উদ্ধারকাজ শুরু হবে।’

কত সময় লাগতে পারে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উদ্ধারকাজে একটু সময় তো লাগবেই। তবে কতক্ষণ লাগবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।’



মন্তব্য চালু নেই