দেবের জনপ্রিয়তায় ধস!

রাজনীতিতে নামলে তাহলে জনপ্রিয় অভিনেতাও পচে যান! তেমনটিও মনে হলো পশ্চিমবঙ্গের সাংসদ দীপক অধিকারী ওরফে জনপ্রিয় অভিনেতার দেব এর ক্ষেত্রে। ‍তৃণমূলের সাংসদ তিনি। গোঘাটে নির্বাচনী প্রচারণা সভায় তার উপস্থিতিও লোক টানতে পারল না।

অথচ এই দেব যখন শুধুই নায়ক ছিলেন তখন কোথাও গেলে হুমড়ি খেয়ে পড়তো মানুষ। চলতি বিধানসভা নির্বাচনে গতকাল রোববার হুগলির গোঘাট কেন্দ্রে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়। সঙ্গে নিয়েছিলেন দেবকে। হেলিকপ্টারে করে উড়ে গিয়েছিলেন তারা। কিন্তু গোঘাটের বেঙ্গাই কলেজ মাঠে হাজার তিনেক মানুষ জমায়েত হলো যার আবার বেশিরভাগই ছেলেপুলে। দেব আর হেলিকপ্টার দেখতে গেছে তারা।

এতো কম লোক আসার অবশ্য একটা ব্যাখ্যা দিয়েছেন এক নেতা। তিনি বলেন, যা চড়া রোদ! তাই মানুষ বের হননি। তা ছাড়া হঠাৎ করে সভার সিদ্ধান্ত হওয়ায় সে ভাবে প্রচারও করা যায়নি। তাই আশানুরূপ লোক হয়নি।

তবে গোঘাট সিপিএম জোনাল সম্পাদক অরুণ পাত্র বলেন, ‘গোঘাটে বামফ্রন্টের অবস্থান শক্ত। মানুষ আমাদের সঙ্গে আছেন। দলের এক নম্বর, অভিনেতা-অভিনেত্রী আনলেও তৃণমূল লোক জমাতে পারবে না।’



মন্তব্য চালু নেই