দেবহাটা হাইস্কুলের জেলা পর্যায়ে সৃজনশীল মেধা প্রতিযোগীতায় শ্রেষ্ঠত্ব অর্জন

দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেবহাটা বিবিএমপি ইনষ্টিটিউশান (মডেল) হাইস্কুল জেলা পর্যায়ে সৃজনশীল মেধা প্রতিযোগীতায় শ্রেষ্ঠত্ব অর্জন করার কৃতিত্ব দেখিয়েছে। গত সোমবার সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান।

জেলার বিভিন্ন উপজেলার একাধিক স্কুলের উপজেলা পর্যায়ের প্রথম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় মোট ৮ টি বিষয়ের মধ্যে দেবহাটা হাইস্কুলের দুইজন ছাত্র প্রথম স্থান অধিকার করার কৃতিত্ব দেখায়। বাংলাদেশ ষ্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে প্রথম স্থান অধিকারী ছাত্রের নাম তন্ময় ঘোষ। সে দেবহাটা হাইস্কুলের দশম শ্রেনীর ছাত্র এবং উক্ত স্কুলেরই স্টাফ শিবপ্রসাদ ঘোষের ছেলে। এছাড়া বিজ্ঞান বিষয়ে প্রথম স্থান অধিকারী ছাত্র উক্ত স্কুলের নবম শ্রেনীর ছাত্র মিশুক মন্ডল। সে আজিজপুর গ্রামের মিহির মন্ডলের ছেলে। মঙ্গলবার সকালে স্কুল চত্বরে উক্ত দুই মেধাবী ছাত্রকে স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা সংবর্ধনা প্রদান করে। এসময় ছাত্র-ছাত্রীরা আনন্দ মিছিল করে।

অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক লুৎফর রহমান, সিনিয়র শিক্ষক গৗর চন্দ্র ঘোষ, শিক্ষক সিদ্দিক আহমেদ মিঠু, শিক্ষক গৌর পাল সহ স্কুলের শিক্ষক/শিক্ষিকামন্ডলী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে উপজেলা পর্যায়ে মেধা প্রতিযোগীতায় দেবহাটা হাইস্কুল ৮ টি বিষয়ের মধ্যে ৫ টিতে প্রথম স্থান অধিকার করে।

Debhata Pic 10-03-2015

দেবহাটায় প্রয়াত ভাষা সৈনিক লুৎফর রহমানের স্মরন সভা ও কমিউনিটি সেন্টার উদ্বোধন

দেবহাটার পারুলিয়াস্থ সাবেক লাইট হাউজ সিনেমা হল মিলনায়তনে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় দেবহাটার কৃতি সন্তান প্রয়াত ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের স্মরন সভা ও কমিউনিটি সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুরুতে স্মরন সভাটি লুৎফর রহমানের ছেলে আবু রাহান তিতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মোশাররফ হোসেন মশু।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামশেদ আলম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মাবুদ গাজী, দৈনিক যুগের বার্তার বার্তা সম্পাদক আক্তারুজ্জামান বাচ্ছু, পারুলিয়া এনসিসি ব্যাংকের ব্যবস্থাপক মঞ্জুরুল আলম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মাহমুদ আলী সুমন, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, আবু রাহান তিতুর সহধর্মীনি সাথী পারভিন, দেবহাটা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রিন্স, সাংবাদিক জি.এম আব্বাসউদ্দীন, কালীগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা ফারুক হোসেন সহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করেন।

শেষে নতুন লাইট হাউজ কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার মোশাররফ হোসেন মশু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কমিউনিটি সেন্টারটির উদ্বোধন করেন।

এসময় অতিথিবৃন্দ নতুন এই কমিউনিটি সেন্টারটির মাধ্যমে এই অঞ্চলের মানুষের অনেক উপকারের পাশাপাশি যেকোন অনুষ্ঠান সুন্দরভাবে করা যাবে বলে উল্লেখ করেন।



মন্তব্য চালু নেই