দেবহাটা সীমান্তে বিজিবির অভিযানে ভারতে পাচারের সময় ৫ জন আটক, থানায় মামলা

দেবহাটার শাখরা বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের সময় ৫ জন পুরুষ আটক হয়েছে। এ ব্যাপারে বিজিবির শাখরা ক্যাম্পের হাবিলদার  আসাদুজ্জামান বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং- ২০, তাং- ২৭-১১-১৪ ইং। মামলার এজাহার মতে জানা গেছে, পলাতক পাচারকারী দেবহাটা উপজেলা খেজুরবাড়িয়া গ্রামের মৃত নাজু নিকারীর ছেলে মনিরুল ইসলাম (৪০) ও সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিন হাড়দ্দাহ গ্রামের হানিফ সরদারের ছেলে আরিজুল (৪০) উদ্ধারকৃত ভিকটিম ১। লিটন রারী (২৬), পিং- অলি বারী, ২। মোঃ ইয়াছিন মিয়া (২২), পিং- আজহারুল প্রধান, ৩। রিপন মিয়া (২৩), পিং- নান্নু ঢালী, ৪। সুমন (২০), পিং- সিকান্দার সিং, ৫। খলিল মিয়া (১৮), পিং- মোঃ নান্নু ঢালী, সর্বসাংÑ মৃধাকান্দি, সর্বপোষ্ট- ডিয়ামখালী, থানা- সখিপুর, জেলা- শরীয়াতপুরদের নিয়ে ২৭/১১/২০১৪ অনুমান ৩ টার দিকে দেবহাটা থানাধীন শাখরা কোমরপুর ব্রীজের দক্ষিন পাশে ভারতে যাওয়ার জন্য অবস্থান করছিল। এসময় হাবিলদার আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ভিককিমদেরকে উদ্ধার করেন। তবে মনিরুল ও আরিজুল এসময় পালিয়ে যায়। তাদেরকে আসামী করে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৮ ধারার মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই