সাতক্ষীরার দেবহাটার কিছু খবর :

দেবহাটায় যুব উন্নয়নের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

দেবহাটা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের অংশগ্রহনে রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে “উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক” এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রমজান আলী ও যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক জহুরুল আলম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশ্রাফুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন্নাহার, দেবহাটা প্রেসকাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা প্রমুখ। প্রধান অতিথি যুবরাই শক্তি যুবরাই বল উল্লেখ করে বলেন, সরকার যুবকদের উন্নয়নে প্রশিক্ষনের মাধ্যমে ঋনের ব্যবস্থা নানারকম উন্নয়ন কর্মসূচী গ্রহন করেছে। তাই সকলকে সে সুযোগ কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে। সভাপতি বলেন, যুবদের স্বাবলম্বী করতে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। তিনি সরকারের সকল সুযোগ কাজে লাগানোর জন্য সকলের প্রতি আহবান জানান। এসময় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও যুবরা উপস্থিত ছিলেন।

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে আহছানিয়া মিশনের আয়োজনে ফ্রি কিডনী ক্যাম্প অনুষ্ঠিত
দেবহাটা সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সখিপুর শাখা আহছানিয়া মিশনের আয়োজনে রবিবার সকাল থেকে দিনব্যাপী এক ফ্রি কিডনী ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স কাব অব ঢাকা ওয়েসিসের ব্যবস্থাপনায় সভাপতি লায়ন আনোয়ারুল ইসলাম, লায়ন ইকবাল মাসুদ ও লায়ন মাহেদী হাসানের উদ্যোগে দিনব্যাপী উক্ত ফ্রি কিডনী ক্যাম্পে রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান বাংলাদেশের অন্যতম কিডনী রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ ফখরুল ইসলাম। এসময় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমান, ডাঃ শেখ শাহজাহান আলী, সখিপুর আহছানিয়া মিশনের সাধারন সম্পাদক সাংবাদিক আবু তালেব, মোকলেছুর রহমান, ডাঃ নজরুল ইসলাম, দেবহাটা প্রেসকাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, আলহাজ্ব আনছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ফ্রি কিডনী ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি প্রায় দুই শতাধিকের বেশী রোগীকে ফ্রি ঔষধ দেয়া হয়।



মন্তব্য চালু নেই