দেবহাটায় যথাযথ মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

দেবহাটায় যথাযথ মর্যাদায় বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে ২১শে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন।

পুষ্পমাল্য অর্পন করেন দেবহাটা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা উপজেলা আওয়ামীলীগ, উপজেলা জাতীয় পার্টি, দেবহাটা কলেজ, দেবহাটা বিবিএমপি (মডেল) হাইস্কুল, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবী সংগঠন।

পরে সকাল সাড়ে ৮ টায় দেবহাটা উপজেলা পরিষদ খেবে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ভাষা শহীদদের স্মরনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক/শিক্ষিকামন্ডলী উপস্থিত ছিলেন। শেষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই