দেবহাটায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মোটর সাইকেল ছিনতাইকারী গুলিবিদ্ধ

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মোটর সাইকেল ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। রবিবার ভোররাতে উপজেলার পূর্ব কুলিয়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানা গেছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ১টি রামদা, ২টি লোহার রড, বিষ্ফোরিত বোমার অংশবিশেষ ও ১টি ছিনতাইকৃত প্লাটিনাম ১০০সিসি মোটর সাইকেল উদ্ধার করে। গুলিবিদ্ধ আলমগীর হোসেন (৩৫) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মোটর সাইকেল ছিনতাইয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাতে দেবহাটা থানার এসআই জাকারিয়ার নেতৃত্বে থানা পুলিশের টহল দল পূর্ব কুলিয়া খালধারে অবস্থান নেয়। এসময় পুলিশ একটি মোটর সাইকেল থামানোর সংকেত দিলে মোটর সাইকেলে থাকা ছিনতাইকারী পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়ে চলে যাওয়ার চেষ্টা করে এবং কয়েকটি হাতবোমার বিষ্ফোরন ঘটায়। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির ১০/১২ মিনিট পরে একপর্যায়ে ছিনতাইকারী দলের অন্যান্যরা পালিয়ে গেলেও আলমগীর গুলিবিদ্ধ হয়ে আটক হয়। এসময় পুলিশের দুই সদস্যও আহত হন বলে তিনি জানান। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই