দেবহাটায় এনসিসি ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরন

দেবহাটার বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবুল কাশেমের আয়োজনে সুশীলগাতীস্থ তার নিজস্ব বাসভবন চত্বরে রবিবার সকাল সাড়ে ৯ টায় এনসিসি ব্যাংক ফাউন্ডেশনের সহযোগীতায় এলাকার অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল প্রদান উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বক্কর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন আবুল কাশেমের সহধর্মীনি সমাজসেবিকা মনিরা বেগম মুন্নী ও দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এনসিসি ব্যাংকের পারুলিয়া ব্রাঞ্চ ম্যানেজার মঞ্জুরুল আলম সিদ্দিকী, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক জি.এম আব্বাসউদ্দীন, এনসিসি ব্যাংকের পারুলিয়া ব্রাঞ্চের জুনিয়র অফিসার মোঃ সাদিকুজ্জামান প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি এনসিসি ব্যাংক শুধুমাত্র আর্থিক লেনদেনের মাধ্যমেই মানুষের সেবা দিচ্ছে তা নয় উল্লেখ করে বলেন, আত্মমানবতার সেবায়ও এনসিসি ব্যাংক কাজ করছে। আর সে লক্ষ্যেই বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ব্যাংক আর্থিকভাবে সহযোগীতার পাশাপাশি শীতার্ত মানুষদেরকে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে কম্বল বিতরন করা হচ্ছে। তিনি অসহায় মানুষদের সাহাযার্থে সকলকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া আগামীতে এধরনের সহযোগীতা অব্যাহত থাকবে বলে জানান।

দেবহাটায় ৩য় বিদ্যুৎ ক্যাম্প ও পিএল কোর্সের সমাপনী অনুষ্ঠানে ইউএনও
দেবহাটা উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস ও বিদ্যুৎ কর্তপক্ষের সহযোগীতায় গত ১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া ৪ দিনব্যাপী ৩য় বিদ্যুৎ ক্যাম্প ও পিএল কোর্সের Debhata Pic 21-12-14সমাপনী অনুষ্ঠান রবিবার দুপুর সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা স্কাউটসের কমিশনার ও নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাবলুর সভাপতিত্বে এবং উপজেলা স্কাউটসের সাধারন সম্পাদক সিনিয়র শিক্ষক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা স্কাউটসের সাধারন সম্পাদক ও কোর্স লিডার আবুল বাসার পল্টু ও জেলা স্কাউটসের সহকারী কমিশনার এম. ঈদুজ্জামান ইদ্রিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্কাউটস লিডার রফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক সঞ্জয় কুমার, শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি সকলকে স্কাউটস সদনপত্র প্রদান করেন। এরআগে শনিবার রাতে উক্ত স্থানে মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়। উক্ত মহাতাবু জলসা ও বিদ্যুৎ ক্যাম্পে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা পর্যায়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।



মন্তব্য চালু নেই