সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

দেবহাটার পাঁচপোতা গ্রামে বিদ্যুৎ সংযোগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার রতেœশ্বরপুর পাঁচপোতা গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদানের নামে ছয় লক্ষাধিক টাকা অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ঐ গ্রামবাসীর পক্ষে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি রতেœশ্বরপুর পাঁচপোতা গ্রামে সরকারিভাবে বিদ্যুৎ সংযোগ প্রদানের কাজ শুরু হয়েছে। কিন্তু এই সংযোগ প্রদান কর্মসূচিকে কেন্দ্র করে পাঁচপোতা গ্রামের সুকচাঁদ গাজীর ছেলে আব্দুল করিম গাজী তার দলবল নিয়ে ওই এলাকার ৪২০টি পরিবারের কাছ থেকে বিদ্যুত সংযোগ দেওয়ার নাম করে ছয় লক্ষাধিক টাকা চাঁদা আদায় করেছে। এতেই শেষ নয়, এখন আবার নতুন করে মিটার দেওয়ার নাম করে ঘর প্রতি ২ হাজার টাকা করে চাঁদা আদায়ের নতুন মিশনে নেমেছে তারা।
এ ব্যাপারে তিনি মাননীয় প্রধান মন্ত্রী, স্বারাষ্ট মন্ত্রী, জাতীয় নিরাপত্তা গয়েন্দ সংস্থার কর্মকর্তা, মহা পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টির প্রতিকার দাবি করেছেন।



মন্তব্য চালু নেই