দেবহাটাকে বিদ্যুতের আলোয় আলোকিত করার আবেদন

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় নতুন বিদ্যুৎ সংযোগের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত করার জন্য উপজেলা চেয়ারম্যান পল্লী বিদ্যুতের জি.এমের নিকট লিখিত আবেদন করেছেন। যেসব এলাকা বিদ্যুৎ সংযোগ প্রদান বাদ রয়েছে সে সমস্ত এলাকায় সংযোগ প্রদানের জন্য উক্ত আবেদনে উল্লেখ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যানের অফিস সূত্র জানায়, উচেকা/দেব/সাত/২০১৪/৫ নং স্মারকে দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্জ্ব আব্দুল গনি পাটকেলঘাটাস্থ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জি. এম বরাবর একটি লিখিত আবেদন জানিয়েছেন। আবেদনে তিনি উল্লেখ করেছেন, দেবহাটা একটি উন্নয়নশীল উপজেলা। এই উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিদ্যুতের প্রয়োজন। তিনি ১) দেবহাটা ইউনিয়নের দক্ষিন ঘলঘলিয়া এলাকায় বকুল মেম্বরের বাড়ি হতে মসজিদ পর্যন্ত এবং আজিজপুর এলাকায় আফসার মাষ্টারের বাড়ি হতে ইদ্রিস আলীর বাড়ি পর্যন্ত ২) সখিপুর ইউনিয়নের আতিয়ার রহমানের বাড়ি হতে শহর আলীর বাড়ি পর্যন্ত এবং দক্ষিন সখিপুর এলাকায় রাজুল্লা সরদারের মসজিদ হতে আতিয়ারের বাড়ি পর্যন্ত ৩) পারুলিয়া ইউনিয়নের সেকেন্দ্রা ০২ নং ওয়ার্ড এলাকায় লুৎফরের বাড়ি হতে আকবারের বাড়ি পর্যন্ত এবং কোমরপুর এলাকায় ফজল বিডিআরের বাড়ি হতে দবির সরদারের বাড়ি পর্যন্ত ৪) দেবহাটা ইউনিয়নের বুলবুল চেয়ারম্যানের বাড়ি হতে হবিবুর রহমানের বাড়ি পর্যন্ত উক্ত এলাকাগুলিতে জরুরী ভিত্তিতে বিদ্যুতের খুটি স্থাপনের মাধ্যমে বিদ্যু সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা চেয়ারম্যান জি.এমকে অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব আব্দুল গনি সাংবাদিকদেরকে জানান, প্রধানমন্ত্রী ঘোষিত একটি সুখি সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদ্যুৎ সংযোগ একটি গুরুত্বপূর্ন বিষয়। তাই যেসব এলাকার মানুষ এখনো বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত সেখানে সংযোগ প্রদানের জন্য তিনি চেষ্টা অব্যাহত রাখবেন।



মন্তব্য চালু নেই