দেখুন পৃথিবীর সর্বপ্রথম ‘অক্টোপাস’ ফটোগ্রাফার (ভিডিও)

প্রশ্ন : কার দুইটি চোখ আছে, কিন্তু একসাথে আটটি সেলিফ তুলতে পারে, এবং একই সাথে সে আন্ডারওয়াটার ফটোগ্রাফার ?

উত্তর : র‍্যাম্বো

আবার ভেবে বসেননা র‍্যামো সিনেমার র‍্যাম্বো। র‍্যাম্বো একটি অক্টোপাসের নাম, যার বসবাস নিউজিল্যান্ডের অকল্যান্ডের ক্যালি টার্লটনের সী লাইভ এ্যাকুরিয়ামে।

003

সম্প্রতি এই অক্টোপাস ফটো তুলতে শিখেছে। আন্ডার ওয়াটার ক্যামেরা বসানো হয়েছে তার এ্যাকুরিয়ামের মধ্যে, আর অতিথিরা আসলেই ছবি তুলে মুগ্ধ করে দেয় দেয় এই অক্টোপাস।

001

প্রশিক্ষক মার্ক ভিটী , এই র‍্যাম্বোকে ফটো তোলা শিখিয়েছে, এই একই প্রশিক্ষক এর আগে একটি কুকুরকে গাড়ী চালানো শিখিয়ে দৃষ্টি কেড়েছিল বিশ্ববাসীর।

প্রশিক্ষন কেমনভাবে দেওয়া হলো এই প্রশ্নে ভিটী বলেন, ক্যামেরার সাথে একটি উজ্জ্বল লাল বাটন সংযুক্ত আছে। প্রতিটা সময়ে সে যখন একটি নির্দিষ্ট শব্দ শুনতে পারে তখনই কেবল ঐ লাল বোতামটি চিপে।

002

বর্তমানে অক্টোপাসের তোলা প্রতিটি ছবি বিক্রি হচ্ছে ২ ডলারে। অক্টোপাসের আয়কৃত অর্থ অ্যাকুরিয়ামের রক্ষণাবেক্ষনেই ব্যবহার হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ ।



মন্তব্য চালু নেই