দেখতে বিশাল বাড়ি, আসলে খাওয়ার কেক!

দেখে একটি অট্টালিকার মতো মনে হচ্ছে? হ্যাঁ, এটি অট্টালিকাই। যুক্তরাজ্যের ইয়র্কশায়ার কাউন্টির খ্যাতনামা শহর লিডস’র বড় বড় সব দালান। তবে একটু ঝামেলা আছে। আপনি চাইলেই এসব দালানের ভেতর ঢুকতে পারবেন না। আসলে ব্যাপারটি হচ্ছে: দেখতে আকার-আকৃতিতে একটি অট্টালিকার মতো মনে হলেও এগুলো তৈরি করা হয়েছে কেক দিয়ে।

আশ্চর্য মনে হলেও এটাই সত্যি। শিল্পকর্ম প্রদর্শনীর একটি অনুষ্ঠানে প্রদর্শনের জন্য বানানো হয়েছে এই বিশাল বিশাল কেকগুলো। লিডস শহরের টাউন হল, কর্ন এক্সেচেঞ্জ, কির্কগেট মার্কেট এবং ব্রডকাস্টিং টাওয়ারসহ আরো নান্দনিক সব দালানের দালানের আকারে তৈরি এসব কেক।

2016_05_15_18_30_10_ZiTuyPEpntqujpP9U9IFxLuf7RbrXc_original

অনুষ্ঠানের আয়োজক এলি অ্যান্ড্রু বলেন, ‘খাদ্য, মানুষ, শিল্প, সঙ্গীত, নাটক, খেলাধুলা, স্থাপত্য, ঐতিহ্য- এই সবকিছুই লিডসের পরিচয় গড়ে তুলেছে। আমরা এই কেক প্রদর্শনীর মধ্য দিয়ে আমাদের শহরের ঐতিহ্য তুলে ধরতে চাই।’

আপনি চাইলে খেতেও পারবেন এই কেক। তবে সেজন্য আপনাকে অংশ নিতে হবে প্রদর্শনী অনুষ্ঠানে। আগামী ৩০ মে পর্যন্ত চলবে এই প্রদর্শনী অনুষ্ঠান। সাত ডিজাইনের প্রায় পাঁচ হাজার কেক থাকবে আপনার জন্য।

2016_05_15_18_30_06_1ieyHrZb8ZeW5G9IA06SmisJgKcqKn_original



মন্তব্য চালু নেই