দুর্ঘটনার আগমুহূর্তের ছবি প্রকাশ করলেন মেসি

কলম্বিয়ায় সোমবার মধ্যরাতে প্লেন দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিয়েছে একদল ফুটবলারের। ব্রাজিলের চ্যাপেকুয়েন্সা রিয়াল নামের ক্লাবটির তরুণ ফুটবলারেরা একটি আঞ্চলিক টুর্নামেন্টের ফাইনাল খেলতে ওই বিমানে করে যাচ্ছিলেন।

জাতীয় দলের তারকা খ্যাতি না পেলেও এসব তরুণেরা তো ফুটবল খেলতেন। আর তাই তাদের প্রয়াণে কেঁদে উঠেছে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিও মেসির মন। ক্লাব কিংবা জাতীয় দলের সতীর্থ না হলেও এসব খেলোয়ারদের কারও কারও সঙ্গে তার যোগাযোগও ছিল। হোক সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে!

দুর্ঘটনার সংবাদের পর টুইটারে খেলোয়ারদের দুর্ঘটনার ঠিক আগের মুহুর্তের ৩টি ছবি প্রকাশ করেছেন লিও। জানিয়েছেন শোক আর নিহতদের স্বজন ও ভক্তদের প্রতি সমবেদনা।

বিরূপ আবহাওয়ার কারণে ৮১ জন আরোহী বহনকারী বিমানটি কলম্বিয়ার একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটিতে মোট ৭২ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিল। দেশটির স্থানীয় সময় সোমবার মধ্যরাতে মেদেলিন বিমান বন্দর থেকে কিছুটা দূরে এটি বিধ্বস্ত হয়। ৫ জন বাদে বিমানের সব আরোহী নিহত হয়েছেন বলে আশঙ্কা কর্তৃপক্ষের।

leo-crash-3 leo-crash-2 leo-crash-1_1



মন্তব্য চালু নেই