দুরন্ত এই ‘হিজাবি বাইকার’ এখন নেট-দুনিয়ার রাণী!

মাত্র ৯ বছর বয়সেই মাথায় পড়তে হয়েছে হিজাব। ধর্ম মেনে নানান বাধ্যবাধকতার মধ্যে আটকে পড়েছিলেন শৈশবেই। কিন্তু নিজের স্বপ্ন আর ইচ্ছাকে মরতে দেননি রোশনি মিশবা। এখন বয়স ২২। এই বয়সেই ভারতের ‘হিজাবি বাইকারে’র তকমা পেয়ে গিয়েছেন রোশনি। নেট-দুনিয়া জুড়ে এখন শুধুই তার ছবি! খবর ইন্ডিয়া টাইমসের।

ব্যাপারটা খোলসা করে বলা যাক। নয়া দিল্লির এই কলেজ ছাত্রীর একমাত্র স্বপ্ন ছিল, বাইক চালাবেন। সেই স্বপ্নের গোড়ায় প্রতি নিয়ত সার আর জল দিয়েছেন ধীরে ধীরে। নিজের ইচ্ছার কথা বাবা ও বোনকে বলতেই তারাও তার পাশে এসে দাঁড়ান। মেয়ের এমন বিদঘুটে স্বপ্নের দৌড়ে এখন সবসময়ের সঙ্গী বাবা। দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া কলেজের আরব ইসলামিক কালচার নিয়ে পড়াশোনা করছেন এই তরুণী।

উল্লেখ্য, তার প্রথম বাইক চালানোর হাতেখড়ি হয় মাত্র ৯ বছর বয়সেই। তার বিশ্বাস, কোনও কিছুতেই তার বাইক চালানোর প্যাশনে নাক গলাতে পারবে না। ‘মোটরসাইকেল রাইড করা আমার জিনে রয়েছে।’ দিল্লির দ্য বাইকারনি গ্রুপের অন্যতম সদস্য রোশনি। তার কথায়, বাইক চালানো হল অ্যান্টি-ডিপ্রেশনাল। মহিলাদের কাছে স্বাধীনতার মানে শুধুই স্বাধীন।



মন্তব্য চালু নেই