দুমাসে ২০ বার হার্ট অ্যাটাক

সংকটাপন্ন অবস্থায় প্রতিটি মুহূর্ত পার করছে ভারতের মহারাষ্ট্র প্রদেশের ছোট শিশু অদিতি। বয়স মাত্র চার মাস। কিন্তু এই চার মাস বয়সেই ২০ বার হার্ট অ্যাটাকের শিকার হয়েছে শিশু অদিতি।

এতোগুলো হার্ট অ্যাটাক হয়েছে জন্মের পরের দুই মাস বয়স থেকে। জন্মগতভাবে বিরল এই রোগে আক্রান্ত হয় অদিতি।

ডাক্তারি পরিভাষায় রোগটির নাম অ্যানোমেলাস লেফট করোনারি আর্টারি ফ্রম পালমোনারি আর্টারি। যার প্রভাবে হার্টে স্বাভাবিক রক্ত চলাচল ব্যহত হয়। এবং বারবার হার্ট অ্যাটাকের ঘটনা ঘটে।

ভারতে এখন প্রায় ৩ লক্ষ শিশু জন্মের পরে এই দুরারোগ্য রোগে আক্রান্ত হচ্ছে।



মন্তব্য চালু নেই