বিভিন্ন অনিয়মের অভিযোগ

দুদকের দুই উপ-পরিচালককে বাধ্যতামূলক অবসর

বিভিন্ন অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই উপ-পরিচালককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
রোববার দুদকের ৩/২০১৪ নম্বর সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুদকের উপ-পরিচালক শফিকুল ইসলাম এবং উপ-পরিচালক আহসান আলীকে অবসরে পাঠানো হয়েছে।
তাদের চাকরির মেয়াদকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদেরকে বাধ্যতামূলকভাবে এ অবসর দেয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন অনিয়ম এবং মিডিয়াকে নানা ধরনের বিতর্কিত তথ্য দেয়ায় তাদেরকে অবসরে পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই