দুই হাজার ১২৯ কোটি টাকার আয়কর আদায়

সারাদেশে সপ্তাহব্যাপী আয়কর মেলায় মোট ২ হাজার ১২৯ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকা কর আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

যা ২০১৫ সালের আয়কর মেলার চেয়ে ৪ দশমিক ৬৩ শতাংশ বেশি। ২০১৫ সালে এই সময় ২ হাজার ৩৫ কোটি ৮৪ লাখ ৮১৮ টাকা আয়কর আদায় হয়।

সাত দিনে মেলায় সেবা গ্রহণ করেছেন ৯ লাখ ২৮ হাজার ৯৭৩ জন, আয়কর রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন, নতুন ই-টিআইএন নিয়েছেন ৩৬ হাজার ৮৫৩ জন করদাতা।

এর মধ্যে ৭ম দিনে আয়কর মেলায় মোট কর আদায় হয়েছে ৪০১ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার ৩৫৪ টাকা। আয়কর রিটার্ণ দাখিল করেছেন ৪৪ হাজার ৬০৪ জন করদাতা। এদিনে নতুন ই-টিআইএন নিয়েছেন ৫ হাজার ৭২ জন ও সেবা গ্রহণ করেছেন ১ লাখ ৫১ হাজার ৭৭৯ জন।

শেষ দিনে রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলা, ৩১টি উপজেলাসহ (৮টি ভ্রাম্যমাণ) মোট ৪৪টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়।

এর আগে আয়কর মেলায় ৬ষ্ঠ দিন শেষে ১ হাজার ৭২৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৪৫৭ টাকা আয়কর আদায় হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী মেলায় সেবা গ্রহণ করেছেন ৭ লাখ ৭৭ হাজার ১৯৪ জন, আয়কর রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ৪৯ হাজার ৯৯৪ জন, নতুন ই-টিআইএন নিয়েছেন ৩১ হাজার ৭৮১ জন ।

কর প্রদানের প্রতি ব্যক্তি শ্রেণির করদাতাদের উৎসাহিত করতে প্রতি বছর আয়কর মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। ৬২ বর্গফুটের বিশাল পরিসরে আয়োজিত এই মেলায় বুথ করা হয় মোট ১০৯টি।



মন্তব্য চালু নেই